উক্তম কুমার বিশ্বাস,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরে ও কবর দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের তিন জনকে পিটিয়ে আহত করার পর গভীর রাতে খড়ের পালাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, জালাল উদ্দিন, বেলাল উদ্দিন, মাসুদ রানা। আহতরা সকলেই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের পরিবারেরা জানান, মঙ্গলবার সকালে ক্যান্সার রোগে আক্রান্ত প্রতিবেশী আচন বেগম নামে এক নারীর মৃত্যু হলে। নির্ধারিত কবরস্থানে কবর দেওয়ার কথা গ্রামবাসী ও প্রতিবেশী জালাল, বেলাল, মৃত আচন বেগমের পরিবারকে বলেন।
তখন আচন বেগমের পরিবাররা পূর্ব শত্রুতার জেরে শাবল ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি মারধর শুরু করে। তখন তারা দৌঁড়ে জালালের বাড়ির ভেতর গেলে বাড়ির দরজা ভেঙ্গে আচনের পরিবারের লোকজন বেলালের মাথায় ও চোখে, জালালের পিঠ ও কোমর এবং তার ছেলে মাসুদকেও পিটিয়ে আহত করে।তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে সেখান থেকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার দিবাগত গভীর রাতে বেলালের খড়ের পালা পুড়িয়ে দিয়েছে।
এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান শিরোমণিকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ views