মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়ন এর জার্মিত্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ২৭শে মার্চ শহীদ কফিলউদ্দিন সৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় যেদুইটি দল অংশ গ্রহন করে, স্থানীয় হাতনী সবুজ সংঘ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ক্রিকেট একাদশ। খেলার দ্বিতীয় ওভার চলাকালীন এক প্রযায়ে এম্পায়ার এলবিডব্লু দেয়, সেই এলবিডব্লুর সিদ্ধান্ত স্থানীয় হাতনী সবুজ সংঘের টিম মেনে নিতে পারেনি সেই জন্য এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়। পরে জার্মিত্তা ইউনিয়ন চেয়ারম্যান আবুল হালিম রাজুর মধস্ততায় এলবিডব্লুর সিদ্ধান্ত থেকে এম্পায়ার সরে এসলে খেলা পুনোরায় শুরু হয়। খেলায় হাতনী সবুজ সংঘ ১৮ ওভার এ সবকটি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে। জবাবে দ্বিতীয় ইনিংস এ ব্যাট করতে নামে কলাতিয়া ক্রিকেট একাদশ ৯ ওভারে ৯১ রান সংগ্রহ করে, এমন সময় হঠাৎ করে বোলার তামিম হোসেন বলেন বল পরিবর্তন করে ভোম বল দেয়া হয়েছে বলে অভিযোগ করে, বলেন এজন্য বল ভালো হচ্ছে না। প্রথম ৫ ওভার এ কলাতিয়া একাদশ এর রান ছিলো ৩৬ রান, সেখানে বল পরিবর্তন হওয়ার জন্য ৪ ওভারে ৫৫ রান আসেছে। এমন অবস্থায় হাতনীর সবুজ সংঘ বলের বিরুধিতা করে একপর্যায়ে কমিটির সাথে হাতনী সবুজ সংঘের লোকজনের সাথে হাতাহাতি হয়। হাতাহাতি এক সময়ে ব্যাট – স্টাম্প দিয়ে মারামারি হয় এবং কমিটির একজন আহত হয়। পরে কলাতিয়া ক্রিকেট একাদশ লোকজন নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আবার জার্মিত্তা ইউনিয়ন চেয়ারম্যান আবুল হালিম রাজু এসে উপস্থিত হয় এবং স্থানীয় হাতনী সবুজ সংঘ কে বলে খেলা পুনোরায় অন্য কোনো দিন খেলতে এতে তারা রাজি না হলে তাদের বিজয়ী ঘোষণা করে প্রাইস দেয়া হয়। খেলার মাঠের বেশ-কয়েকজন দর্শকের কথায় এই খেলার বিজয়ী দল কলিতিয়া একাদশ। মানুষের ভাষ্য মতে কমিটির দুর্বলতার জন্য এরকম ঝামেলার সৃষ্টি হয়।