রেদোয়ান হাসান ,সাভার,ঢাকা, দৈনিক শিরোমণিঃ
সাভারে একটি বেসরকারী হাসপাতাল থেকে রত্না আক্তার নামে এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আনন্দপুর মহল্লার সীমা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত রত্না আক্তার মেহেরপুর জেলার সদর থানার কামারখালী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত রত্না আক্তার সীমা জেনারেল হাসপাতালের সেবিকা। হাসপাতালের তিন তলার একটি কক্ষেই তিনি থাকতেন। রত্না বিবাহিত ও তার একটি মেয়ে আছে। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক ভাবেই এক বছর আগে তাদের ডিভোর্স হয়। মেয়েটি তার বাবার সাথে গ্রামেই থাকত। তবে মাঝে মধ্যে সে তার মায়ের সাথে দেখা করতে আসত। এঘটনার জেরেই সংসার করতে না পারার হতাশা থেকেই মানুষিক ভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন রত্না। আজ ভোর রাতে রত্না তার সহকর্মী ও বান্ধবী অন্য হাসপাতালের নার্সদের ফোন করে আত্মহত্যা করবে বলে জানিয়ে ফোন রেখে দেয়। এরপর হাসপাতাল কতৃপক্ষ দরজা ধাক্কা দিয়ে খুলে তিন তলার নিজ কক্ষে ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় । পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। স্বামীর সাথে বিচ্ছেদের হতাশা থেকেই ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
১৬ views