নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মসজিদ নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসা সুপারের নাম আব্দুস সালাম। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার। সুপার আব্দুস সালাম তার নিজ গ্রাম কাহালগাঁও রঙেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ নিয়ে কটুক্তি করেছেন বলে অভিযোগ তুলেন মসজিদের ইমাম, কমিটি ও মসজিদ সমাজের মুসুল্লিয়ান। গত শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে কটুক্তির প্রতিবাদে এবং কটুক্তি কারী সুপার আব্দুস সালামের শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় মসজিদ কমিটির সভাপতি ওয়াহেদ আলী,সদস্য আবুল কালাম, জমিদাতা সদস্য আব্দুস সাত্তার ও ইমাম মোঃ কামরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একজন মাদ্রাসা সুপার আল্লাহর ঘর মসজিদকে চেটের ঘর বলল কিভাবে? আমরা এর বিচার চাই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দেশবাসীর কাছে আমরা এর বিচার দাবি করছি। এসময় উপস্থিত মুসুল্লিগন তাদের সাথে একত্নতা প্রকাশ করে বিচার দাবি করেন।