আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের নির্বাচনে জয় পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গুইলারমো লাসো। তিনি একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। দেশটির রক্ষণশীল দলের হয়ে জয় পেয়েছেন তিনি। তাকে হারাতে হয়েছে শক্তিশালী বামপন্থী প্রার্থী অর্থনীতিবিদ আন্দ্রেস আরাউজকে। গত রোববারই ৯৬ শতাংশ ভোট গণনার পর নিজেকে জয়ী ঘোষণা করেন লাসো। তিনি পেয়েছেন ৫২.৫ শতাংশ ভোট। বিরোধী নেতা আরাউজ নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।