শাহ আলম,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি,দৈনিক শিরোমনিঃ
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার ১১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার ১১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার প্রদান করেন অতিথিবৃন্দ। উক্ত আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় প্রমুখ।
১ view