শেখ তোফাজ্জেল হোসেন,দৈনিক শিরোমাণিঃ
কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের অবসরপ্রাপ্ত মোয়াজ্জেম ও খানাবাড়ী নুরে মদিনা মাদ্রাসার মুহতামিম মুফতি জিয়াউর রহমান ফারুকীর পিতা (এলাকায় ছোট হুজুর নামে পরিচিত) আলহাজ্জ ইসহাক মুন্সি(১০০) মঙ্গলবার রাত সোয়া ৯টায় মহেশ^রপাশা উত্তর বনিকপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি রাজিউন)। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। বুধবার সকাল ১০টায় খানবাড়ী ঈদগাহে জানাযা শেষে তাকে যোগীপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় কুয়েট গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ বজলার রহমান, ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজাহান, প্রধান প্রকৌশলী ইঞ্জি. এ.বি.এম মামুনুর রশীদ পি.ইঞ্জ, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, বয়রা ফারুকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুক্তি মিরাজ মাহমুদ, ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি আব্দুস শাকুর, মুফতি আবুল কাশেম, গভ. ল্যাবরেটরী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কবির আলম খান, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলাম, কুয়েট কর্মচারী সমিতির(৩য় শ্রেণী) সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, সাবেক নেতা সুরুজ্জামান হানিফ, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঢালী, খানাবাড়ী যুব সংঘ(ক্লাব ও লাইব্রেরীর) সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, কুয়েটের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন মরহুমের ছেলে মুফতি জিয়াউর রহমান ফারুকী।