এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা থেকে চুরি হওয়া বাস গাড়িটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।হোমনা বাসস্ট্যান্ড থেকে গতকাল বুধবার ভোরে গাড়িটি চুরি হয়ে যায়।এর পর থেকে হোমনা-মেঘনার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম ও মেঘনা হাইওয়ে পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় গাড়িটির সন্ধান পায়। গাড়িটি উদ্ধারের সন্ধান মেলেছে মুন্সিগঞ্জ সংলগ্ন মেঘনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে।পুলিশ চোরাইদের কাছে গাড়ির কাগজপত্র চাইলে বাসায় আছে বলে গাড়ি রেখে পালিয়ে যায়।গাড়িটি উদ্ধারের পর বৃহস্পতিবার হোমনা থানার এসআই আশেকুল ইসলাম ও এসআই ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশ টিম জব্দ করা গাড়িটির কাগজ পত্র যাচাই-বাছাই শেষে মালিক মহসিন সরকারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারের পর গাড়িটি হোমনা নিয়ে আসে।হোমনা- মেঘনার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন,ফেসবুকে দেখে গাড়িটি উদ্ধারের চেষ্টা করি।গাড়ি চুরির সাথে কারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।উদ্ধার হওয়া গাড়টি মহসীন সরকারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
১০ views