এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় চার বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ।উপজেলার তিতাস নদীর উপর শোলাকান্দি টু লালপুর সংযোগ ব্রিজের নির্মাণ কাজ পায় পিয়াংকা এন্টার
প্রাইজ।২০১৭ সালের ২৭ নভেম্বর কাজের ওয়ার্ক অর্ডার পাইলেও ব্রিজের নির্মাণ কাজ ধরেন ৪ ডিসেম্বর।ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার টাকা।যথা সময়ে নির্মাণ কাজ শুরু করে ৩/১২/২০১৮ তারিখে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ব্রিজের উচ্চতা কম হওয়ায় এলাকাবাসীর আপত্তির কারণে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ।পরবর্তীতে ডিজাইন পরিবর্তন করে নির্মাণ ব্যয় বাড়ানোর পরও ঠিকাদারের অবহেলার কারণে আজও ব্রিজের নির্মাণ কাজ শুরু করছে না।এদিকে উপজেলা প্রকৌশলী ও এই ব্রিজ নির্মাণের জন্য ঠিকাদারকে কোনো প্রকার তাগিদ দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।কি কারণে ব্রিজের নির্মাণ কাজ শেষ হচ্ছেনা জানতে ঠিকাদার এনায়েত মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,খুব শীগ্রই আমি কাজটি শুরু করবো।উপজেলা প্রকৌশলী ওয়াহেদুর রহমান বলেন,পূর্বের ডিজাইন পরিবর্তন করে নতুন ডিজাইন করা হয়েছে এবং উচ্চতা বাড়িয়ে নির্মাণ ব্যায়ও বাড়ানো হয়েছে,ঠিকাদার তিতাসে আরও দু’টি কাজ করতেছে,একটির বিল পাইছে,আশা করি কিছু দিনের মধ্যে কাজ শুরু করবে।
১১ views