ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পশ্চিম দিক থেকে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে
বসতবাড়ি, গাছ ও বিভিন্ন ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১১ টা
২০ মিনিট উপজেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড বেগে এলোমেলো বাতাস ও ঝড় বয়ে যায়।
প্রচুর এই বাতাসের সাথে প্রথম দিকে ধুলাবালিতে ছেয়ে যায় রৌমারী উপজেলার
এলাকাগুলো। কয়েক মিনিট পর শুরু হয় ঝড়। এসময় কৃষকের কষ্টের বিভিন্ন জাতের গাছ,
ধান, ভুট্টা, পাট, শাকসবজিসহ বিভিন্ন ফসল মাটিতে লুটিয়ে পড়ে। মৌসুমী ফল
আম গাছের মুকুল ঝড়ে পড়ে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়।
বন্দবেড় গ্রামের কৃষক আরিফুল ইসলাম মিঠু জানান, আমি ৩১ শতক জমিতে অনেক
কষ্ট করে ভুট্টা চাষ করেছি। সর্বনাশা কালবৈশাখী ঝড়ে ভুট্টার কলা পুরট হওয়ার আগেই
মাটিতে পড়ে যায়। এতে আমার অনেক ক্ষতি হয়।
শিবেরডাঙ্গি গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, আমি অতি কষ্ট করে দেড়বিঘা
জমিতে ভুট্টা চাষ করছি। ফলনও ভালো হইছে। গতরাতের কালবৈশাখী ঝড়ে আমার ভুট্টাক্ষেত
সম্পন্ন নষ্ট হয়ে গেছে। এই ভুট্টার আবাদ নষ্ট হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলার ৬টি ইউনিয়নে ৫৭
হেক্টর ভুট্টা, ইরিবোর ধান ৩ হেক্টর ও শাকসবজি ৫ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। এটা
কৃষকের জন্য এটা বড় ধরনে ক্ষতি।
১৬ views