রাশেদুল হাসান কাজল, ফরিদপুর,দৈনিক শিরোমণিঃ
ফরিদপুরের বোয়ালমারী পৌরবাজার সদরে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে শনিবার (১৭ এপ্রিল) ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, দেশব্যাপী করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ এর (২) ধারা মোতাবেক বোয়ালমারী বাজারের সিমেন্ট ব্যবসায়ী পরেশ চন্দ্র সরকার ও গীতাঞ্জলি ইলেকট্রনিক্সের মিন্টু সাহাকে ৫০০০ টাকা করে এবং জুতা ব্যবসায়ী দাউদ, কাঠ ব্যবসায়ী হুমায়ুন, সোহাগ স্টিলের ইদ্রিস ও চুন্নু অটোকে ১০০০ টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে চলতে হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৭ views