এসএ ডিউক ভূঁইয়া-তিতাস (কুমিল্লা) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় লকডাউনের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় শনিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,১৭ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাতাকান্দি বাজার ও সদর কড়িকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় সরকারী নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা,ব্যবসায়ীরা মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ অর্থ জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন,ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।বিশেষ করে প্রতিদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা পালন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রুবাইয়া খানম।এসময় উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম ও এস আই মোঃ বিল্লাল হোসেন।
১২ views