উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি
করোনা সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন যখন আবারও বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তখন কচুয়ার লকডাউনের পরিস্থিতি মানতে অনিহা দেখা যাচ্ছে।
১৯ এপ্রিল সোমবার কচুয়া সাপ্তাহিক বাজার ঘুরে দেখাগেছে স্বাভাবিক সময়ের মতো এদিনও ক্রেতা-বিক্রেতায় ঠাঁসা বাজারে প্রতিটি গলি।মাছের বাজার ও তরকারির বাজারে লোক ছিল চোখে পড়ার মতো।ছিলনা সামাজিক দুরত্বের বালাই।তবে এদিন অন্যদিনের তুলনায় মাস্ক ব্যবহারে সচেতনতা লক্ষ করা গেছে।
অতিরিক্ত লোক সমাগম কমাতে সকাল ১১ টার কিছু পরেই কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমনিরুল ইসলাম সহ কচুয়া থানার পুলিশ সদস্যরা বাজারের প্রতিটি গলিতে গিয়ে শতভাগ মাস্ক ব্যবহার সহ অপ্রয়োজনীয় ঘোরাফেরা না করার জন্য ব্যাবসায়ী ও ক্রেতা বিক্রেতাদের অবহিত করেন।এ সময় পুলিশের সাথে বাজার কমিটির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
১০ views