এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় উদ্বোধনের আগেই নবনির্মিত ব্রীজের ফাটল ধরেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার কলাকান্দি ইউনিয়নের হারায়কান্দি-কালাচাঁনকান্দি সংযোগ সড়কের মাঝ খানে খালের উপর
ব্রীজটি নির্মিত হয়।কিন্তু উদ্বোধনের আগেই হারায়কান্দি-কালাচাঁনকান্দি সংযোগ সড়কের মাঝ খানে খালের উপর নবনির্মিত ব্রীজের ফাটল ধরে।”উদ্বোধনের আগেই নবনির্মিত ব্রীজের ফাটল ধরে বেহাল দশায় পরিণত হয়েছে দেখুন”এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে সংবাদটি ছড়িয়ে পড়ে সর্বত্র।এতে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইতে শুরু হয় সচেতন মহলে।”উদ্বোধনের আগেই নবনির্মিত ব্রীজের ফাটল ধরে বেহাল দশায় পরিণত হয়েছে দেখুন” এই শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভাইরাল হলে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী
(সিআইপি)’র নজরে আসলে,তিনি তাৎক্ষনিক তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারকে সমালোচিত নবনির্মিত ব্রীজের ফাটল ধরে বেহাল দশায় পরিণত হয়ে পড়ার বিষয়ে দ্রুত তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।তাঁর-ই আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার সরেজমিনে গিয়ে হাড়াইকান্দি-কালাচাঁনকান্দি সংযোগ সড়কের মাঝ খানে খালের উপর নবনির্মিত ব্রীজের ফাটল ধরে বেহাল দশায় পরিণত হয়েছে বিষয়ে তদন্ত করেন।জানা যায় অর্থ বছর ২০১৮-২০১৯ ইং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মান প্রকল্প।প্রকল্পের নাম হারায়কান্দি-কালাচাঁনকান্দি সংযোগ সড়কের মাঝ খানে খালের উপর সেতু নির্মান।প্রকল্পের নং-৬, দৈর্ঘ্য-২০’-০০”ফুট,
ইউনিয়ন কলাকান্দি।চুড়ান্ত ব্যয়-১৮,২৫,১৬৭ টাকা।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি)’র দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার-কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন,ব্রীজটি দ্রুত মেরামত করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সমাজ সেবক বলেন,কলাকান্দি ইউনিয়নের হারায়কান্দি- কালাচাঁনকান্দি সংযোগ সড়কের মাঝ খানে খালের উপর ব্রীজ নির্মান কাজে ব্যাপক অনিয়ম হয়েছে।তাই নবনির্মিত ব্রীজটি উদ্বোধনের আগেই ফাটল ধরেছে।নবনির্মিত ব্রীজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।নবনির্মিত ব্রীজটির উপর দিয়ে যানবাহন চলাচল করলে যেকোনো মূহর্তে দুর্ঘটনার শিকার হতে পারে।কারণ ব্রীজের ধারন ক্ষমতা খুবই দুর্বল।
১ view