শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় চলছে কঠোর লকডাউনের দ্বিতীয় ধাপের বিশেষ বিধি-নিষেধ। সংক্রমণ রোধে সকলকে ঘরে থাকার জন্য বলা হয়েছে। জরুরী প্রয়োজনে বাইরে আসলে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার উপর সরকারের কঠোর নজরদারীর মধ্যেও মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে ঘরের বাইরে বেরিয়ে এসে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিত করনে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় শিরোমণি বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসনিম উর্মী ও ইসমত জাহান তুহিনের সমন্বয়ে শিরোমণি বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালান। এ সময় অকারনে ঘোরাফেরার কারণে এবং মাস্ক না থাকায় শাওন(১৮)কে ১শ টাকা, রুমিন খানকে ৩শ টাকা, আসলামকে ১শ টাকা, রানাকে ১শ টাকা, ফাতেমাকে ২শ টাকা এবং মোঃস্মবনকে ৩শ টাকা করে জরিমানা এবং সতর্ক করা হয়।