এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকে,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় দূর্বৃত্তদের হামলায় “গাজীপুর খাঁন সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের” ইসলাম ধর্ম বিষয়ক প্রভাষক শেখ মোহাম্মদ উল্লাহ গুরুতর আহত হয়েছেন।২২এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার বলরমামপুর ইউনিয়নের গাজীপুর উত্তর পাড়া জামে মসজিদে এশা ও তারাবী নামাজ পড়তে যাওয়ার সময় দূর্বৃত্তদের হামলায় মাথায় আঘাত প্রাপ্ত হলে শেখ মোহাম্মদ উল্লাহকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।এদিকে দৃর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে শেখ মোহাম্মদ উল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এমন সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভাইরাল হলে ২৩ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন গাজীপুর খাঁন সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো.সাইফুল আলম মুরাদ।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোস্ট দিয়ে শিক্ষক শেখ মোহাম্মদ উল্লাহ’র ওপর দৃর্বৃত্ত হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ ও হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলার মাছিমপুর আর.আর.
ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরী, গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,
গাজীপুর খাঁন সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন ভূঁইয়া,বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মামুনুর রশিদ মামুন,মোহাম্মদ শাহ জামান শুভ,কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগের সদস্য মো.সায়েম সরকার,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুমিল্লা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন মুন্সী, তিতাস সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন সিকদার ও সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান প্রমুখ।
৩১ views