এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় অবৈধভাবে ফসলী জমি কেটে বালু উত্তোলন করার অপরাধে ২ ব্যক্তি থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার দুপুর আড়াই টার দিকে তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম উপজেলার সদর ইউনিয়নের কড়িকান্দি চকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে কড়িকান্দি গ্রামে জায়গা বরাট করছে একটি মহল।সেখানে অভিযান চালিয়ে জমিদাতা আশ্রাব ভুইয়া ও বালু ক্রেতা আনিছুর রহমান আজিমকে আটক করা হয়।
আটক ২জনজনকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।পরে তারা জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান। এবং ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।এ সময় বালু উত্তোলনের পাইপ নষ্ট করা হয়।উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম আরও বলেন,এদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।যেভাবেই হোক অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।
৮ views