মুক্তাগাছা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ মুক্তাগাছায় অবৈধভাবে খালের পাড় থেকে মাটি কাটার অভিযোগে একজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার দাওগাঁও ইউনিয়নের মৃতঃ সেকান্দর আলীর পুত্র সেলিম মিয়াকে এই দন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা । সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুটিকে জব্দ করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বিকালে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের সেকান্দর আলীর পুত্র সেলিম অবৈধভাবে খালের পাড় থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সঙ্গে মাটি কাটার ভেকু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।