এসএ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় উদ্ধারকৃত কঙ্কালটি দেবিদ্বার থানার শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি কুদ্দুছ প্রকাশ ছোট মিয়ার। জানা যায়,কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে কুদ্দুছ প্রকাশ ছোট মিয়া (৬২)।একটি শিশু ধর্ষণ মামলার আসামি হয়ে দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল।গত শনিবার বেলা ১১ টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের জুয়ারিদের ও নেশাখোরদের নিরাপদ স্থান দাড়িমাছিমপুর গ্রামের হাবি উল্লাহর পুকুর পাড় থেকে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি কুদ্দুছ প্রকাশ ছোট মিয়ার কঙ্কালটি উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।স্থানীয়দের সূত্রে জানা যায়,গত শনিবার সকালে কয়েকজন কৃষক আবাদকৃত জমিতে কাজ করতে যাওয়ার সময় দড়িমাছিমপুর গ্রামের হাবিউল্লাহর পুকুরপাড়ের তালগাছের গোড়ায় মৃত ব্যক্তির কঙ্কালটি দেখতে পায়।পরে তাঁরা কঙ্কালটির বিষয়ে তিতাস থানা পুলিশকে জানায়।এমন খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি কুদ্দুছ প্রকাশ ছোট মিয়ার ছিন্ন-বিচ্ছন্ন কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।এসময় উদ্ধারকৃত কঙ্কালের সঙ্গে একটি পাঞ্জাবি,পাঞ্জাবির পকেটে টুপি,
মাস্ক,শ্বাসকষ্ট জনিত রোগের নিরাময়ের ইনহেলাসহ কিছু ঔষধ ও একটি বন্ধ মোবাইল ফোন পাওয়া যায়।কঙ্কাল পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে মৃত্যুর কারণ ও ঘটনা উদঘাটনের ব্যাপারে তিতাস থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসেন কুমিল্লা থেকে সিআইডি ও পিবিআই টিম। ঘটনাস্থল থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় তাঁরা।এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনটির মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।তার আত্মীয়-স্বজনকে থানায় ডেকে এনেছি,তাঁরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও ফোনে থাকা নম্বর গুলো সনাক্ত করেছেন।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আরিফুর রহমান বলেন,কোনো কঙ্কাল উদ্ধার হয়নি।তিতাস থানা পুলিশ দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের কুদ্দুছ প্রকাশ ছোট মিয়ার মরদেহ উদ্ধার করেছে।আত্মীয় স্বজনরা লাশ কবরস্থও করেছে।তার নামে দেবিদ্বার থানায় ৭/৩/২০২১ইং তারিখে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ এনে মামলা রুজু হয়েছিল বলে তার মেয়ে ও দেবিদ্বার থানা সূত্রে জানা গেছে। ৮/৩/২০২১ইং হতে তিনি নিখোঁজ হন।
৭৪ views