উক্তম কুমার,জয়পুরহাট,প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
জয়পুরহাটে ছেলের হাতে মা সুফিয়া বেগম (৫৫) নামে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ায়। এ ঘটনায় ঘাতক ছেলে উজ্জল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
নিহত সুফিয়া বেগম সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ার তসলিম ওরফে নুরুল আমিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানাগেছে, উজ্জলের বোন নুর বানু বিদেশে থাকতো। সেখানে কিছু টাকা জমিয়ে ৫ মাস আগে সে বাড়িতে আসলে ভাই উজ্জল তাকে স্বামী তালাক করায়। এরপর উজ্জল সেই টাকা থেকে ১বলাখ টাকা ব্যবসার জন্য দাবী করলে নুর বানু আবারও স্বামীর বাড়িতে যাবে বলে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এই নিয়ে তাদের পরিবারে কয়েকদিন থেকে ঝগড়া-বিবাদ চলছিল।
এর প্রেক্ষিতে গতকাল রাত ৯ টার দিকে সুফিয়া ও তার মেয়ের বাক বিতন্ডা হয়। এসময় উজ্জল এসে তার মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে উজ্জল ক্ষিপ্ত হয়ে বাড়ির আঙ্গিনায় রাখা ইট দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন সুফিয়া। এসময় স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে তার অবস্থায় আরও আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) হাবিবুর রহমান দৈনিক শিরোমণিকে বলেন,এঘটনার খবর পেয়ে সকালে কালাই উপজেলার মাত্রাই এলাকা থেকে ঘাতক ছেলে উজ্জলকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও আসামীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
১১ views