ইউনুছ(কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদ্যাপন করা হয়েছে।
গতকাল ২৯(এপ্রিল ) বৃহস্পতিবার “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩-২৯ এপ্রিল/২০২১দিবসটি যথাযথভাবে পালন উপলক্ষ্যে জাতীয় কর্ম-পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে চিলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ দিবসটি উদযাপন করে। সঙ্গ প্রকল্পের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন মসজিদে মুসুল্লীদের, বিভিন্ন বাজার, দোকান, পাড়া মহল্লায় জনসাধারনের মাঝে করোনা ভাইরাস ও পুষ্টি বিষয়ক লিফলেট বিতরন ও বিভিন্ন প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা বিষয়ক ফেস্টুন ঝুলানো এবং রিক্সার পিছন অংশে পুষ্টি তথ্য যুক্ত স্টিকার লাগানো, রিক্সা-ভ্যানচালকদের মাঝে টি-শার্ট বিতরন করেন। পুষ্টি সপ্তাহ-২০২১ কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অন্যান্যের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জোবায়ের হোসাইন, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আহসানুল কবীর এবং চিলমারী প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা পুষ্টি কমিটির সদস্য এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ।
৬ views