দুই অর্ধের শুরুতে বল জালে পাঠালেন কাই হার্ভাটজ। এই জার্মান মিডফিল্ডারের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নিচের দিকের ক্লাব ফুলহ্যামকে হারাল চেলসি। মজবুত করল শীর্ষ চারে নিজেদের অবস্থান। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।
গোলের উদ্দেশে প্রথম শটটি নেয় ফুমহ্যাম। ৫ম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রবিনসনের শট লাফিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি। দশম মিনিটে এগিয়ে যায় চেলসি। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে বাড়ান ম্যাসন মাউন্ট। বাঁ পায়ের শটে বাকিটা সারেন হার্ভাটজ। ছয় মিনিট পর এই জার্মান মিডফিল্ডার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
২৩তম মিনিটে আরেকটি দারুণ সেভে জাল অক্ষত রাখেন মঁদি। ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যানের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। ৩৯তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েও গোলরক্ষক বরাবর শট মারেন হাকিম জিয়াশ।
৪৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন হার্ভাটজ। টিমো ভেরনারকে ডি-বক্সের সামনে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। স্বদেশি ফরোয়ার্ডের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে।
বাকি সময়ে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ৭৪তম মিনিটে কাছ থেকে ভেরনারের শট প্রতিহত হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে।
৩৪ ম্যাচে ১৭ জয় ও ১০ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে ফুলহ্যাম।