মোঃ ইনছান আলী,জেলা প্রতিনিধি ঝিনাইদহ , দৈনিক শিরোমণিঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে অন্যতম ভালোকাজের দৃষ্টান্ত রেখে চলেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। লকডাউনে গরীব দুস্ত অসহায় মানুষের খাবার সরবরাহ, রমযানে ইফতার বিতরণ, গরীব চাষীদের পাশে বিশেষ ভূমিকায় ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। হঠাৎ বৃষ্টি ও ঝড় হাওয়ার ফলে ঘরে ধান তুলা নিয়ে হিমসিম খাচ্ছে দরিদ্র ধানচাষীরা। সেই দুর্যোগপনা মুহুর্তে গরীব ধানচাষীদের পাশে গতবছরের ন্যায় এবারও ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।
জানা যাই মুরাদীদহ গ্রামের দরিদ্র কৃষক আক্কাস আলী ঋণের টাকায় ২ বিঘা বর্গাজমিতে ধান চাষ করেন। হঠাৎ বৃষ্টি ও ঝড় হাওয়া দেখে বিপাকে পড়েন আক্কাস আলী খবর পেয়ে ছুটে যাই ঝিনাইদহ জেলা ছাত্রলীগের মানবিক দুই কর্ণধার সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। পরের দিনই ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সকল কর্মীরা সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে আক্কাস আলীর জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেন। এই মহতী কাজের সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মেয়র মোঃ সাইদুল করিম মিন্টু সহ দলের অন্যান্য নেতাবর্গ।
১ view