লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ রাজশাহীতে মহানগরীতে সামাজিক কল্যাণ সংস্থা ও জাতীয় তরুণ সংঘ যৌথ উদ্যোগে করোনা ভাইরাস বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বাড়াতে গণমানুষের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (০৩ মে) সকাল ১১ টার সময় স্বেচ্ছাসেবী সংগঠন “সামাজিক কল্যাণ সংস্থা”ও “জাতীয় তরুণ সংঘ” যৌথ উদ্দ্যোগে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে শহরের জিরোপয়েন্ট, সাহেব বাজার, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী মহানগর সভাপতি জিয়াউর রহমান লিটন, রাজশাহী বিভাগীয় সহ- সভাপতি বেলাল হোসেন, সামাজিক কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক সম্রাট আলী ,পাতাবাহার সংগঠনের সভাপতি ফাতেমা আকতার, মোঃ মাহ্ফুজুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি ভয়েস অব ইউথ, ভলেন্টিয়ার মোঃ শাহাদাত আলম বরণ,শরিফুল ইসলাম চঞ্চল, সনি হাসান,জহুরুল ইসলাম, মাহ্ফুজ ইসলাম,তমাল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় জিয়াউর রহমান লিটন বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানে চলতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে ভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণে আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই লিফলেট ও মাস্ক বিতরণ করছি।
১৩ views