গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী নিয়ে রাতের বেলায় তাদের দুয়ারে দুয়ারে ছুটছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নবী নেওয়াজ। গত ৮ মে শনিবার গভীর রাত পর্যন্ত সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে উপহারগুলো পৌঁছে দিয়েছেন ইউএনও। ঘরে বসে এমন উপহার পেয়ে খুব খুশি নিু আয়ের মানুষ। এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, বাদাম-কিসিমিস, সুগদ্ধি চাল, সয়াবিন তেল, সাবান ইত্যাদি। উপহার সামগ্রী পেয়ে কান্দরী বেওয়া বলেন, সারাদিন অন্যের দুয়ারে দুয়ারে না গেলে পেট চলে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়।ঈদের দিনে মেয়ের জামাইকে কিভাবে আপ্যায়ন করবেন এমন দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। এরই মধ্যে রাতের বেলায় ইউএনও-র হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে তিনি মহাখুশি। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবী নেওয়াজ বলেন, নিুআয়ের মানুষদের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন। সম্প্রতি রাতের বেলায় সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এসব পৌঁছানো হচ্ছে। এ কাজে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সহযোগিতা করেন। তিনি আরও বলেন, বিশেষ করে ভিক্ষুক, প্রতিবন্ধী, ছিন্নমূল পরিবারের অসুস্থ ব্যক্তিদের খুঁজে বের করে ওইসব সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।