সারোয়ার হোসেন,তানোর,দৈনিক শিরোমণিঃ রাজশাহীর তানোরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ ধান সংগ্রহ অভিযান -২০২১ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ১০মে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে তানোর সরকারী খাদ্য গুদাম চত্ত্বরে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) জাকির হোসেন ও ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুল ইসলাম প্রমুখ। সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, তানোরে চলতি মৌসুমে ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ১ হাজার ৮৪৮ মেট্রিকটন, গম প্রতি কেজি ২৮ টাকা দরে ৩৬৬ মেট্রিক টন এবং চাল প্রতি কেজি ৪০ টাকা দরে ৬১৪ মেট্রিক টন সংগ্রহ করা হবে।
১ view