মোজাম্মেল হক, গোয়ালন্দ(রাজবাড়ী) উপজেলা প্রতিনিধি।
রাজবাড়ীর দৌলতদিয়া কাল বৈশাখীর ঝড়ে ৫ নং ফেরি ঘাটের পল্টুনের রশি ছিড়ে ঢাকা মেট্রো – চ ১৪-২৬০৮ মাইক্রোবাস টি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় দৌলতদিয়া ৫ নং ফেরী ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষসাক্ষী ঢাকা বাংলা কলেজের ছাত্র জাহিদ হোসেন জানান-আমি পাটুরিয়া হতে ছেড়ে আসা শাপলা-শালুক ফেরিটি দৌলতদিয়া ঘাটে ভেরার মুহুর্তে হঠাৎ প্রচন্ড ঝড়ের কবলে পড়ি। ফেরির চালক কোনো রকমে তার দক্ষতায় ফেরিটি ঘাটে ভেরাতে সক্ষম হয়। এসময় পল্টনে জোরে একটা শব্দ হয়ে পল্টনের রশি ঝড়ে ছিড়ে গেলে ঢাকায় যাবার উদ্দেশ্যে পল্টনে থাকা একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস পানিতে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা গাড়ীর চালক হাত বাড়িয়ে সাহায্যে চাই। প্রচন্ড ঝড় থাকায় কেউ তাকে সাহায্যে করতে পারে নাই। মুহুর্তের মধ্যেই ড্রাইভারসহ গাড়িটি পদ্মায় তলিয়ে যায়। গাড়িতে যাত্রী ছিলো কি না তা বুঝা যায়নি। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন রাজবাড়ী ও পাটুরিয়ার এক দল ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা দীর্ঘ ১ ঘন্টা খোঁজাখুঁজির পর মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে গাড়ীতে কাউকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের টিম লিডার রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান – আমরা খবর পাওয়া মাত্রই এসে উদ্ধার কার্যক্রম শুরু করি। দীর্ঘ ১ ঘন্টা খোঁজার পরে মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হই। তবে প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে গাড়ীর মধ্যে থাকা কাউকে উদ্ধার করতে পারিনি। তবে গাড়ীটি উঠানোর সময় গাড়ীর পিছনের ঢালা খোলা পেয়েছি। আমাদের উদ্ধাররের কাজ অব্যহত থাকবে।
৯ views