বিধান রায়,টাঙ্গাইল প্রতিনিধিঃ রতন,শরিফ সহ বিভিন্ন ব্যান্ড কোম্পানীর মোড়ক নকল করে জর্দ্দা প্রস্তুত করে বাজারজাত করার অভিযোগে টাঙ্গাইল ঘাটাইলে শরিফ জর্দ্দা কোম্পানীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় রর্্যাব এর ভ্রাাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক কাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২০ মণ নকল জর্দা জব্দ করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়ামিন।এ ব্যাপাওে র্যাব-১২,সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন,গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারেন যে উপজেলার দেউলা বাড়ি ইউনিয়নের রৌহা গ্রামে শরীফ ,রতন সহ বিভিন্ন নামিদামি ব্যান্ডের নকল পাতি জর্দা দীর্ঘ দিন যাবৎ বাজার জাত করে আসছে। এরই ভিক্তিতে উক্ত কারখানায় অভিযান পরিচালনা করা হয়।