লংগদু উপজেলা প্রতিনিধি, দৈনিক শিরোমনিঃ রাঙামাটি জেলার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার দীর্ঘ ১৪ বছরে সুস্থ বিচার পাননি পরিবার। তাতে বিচার বিভাগের উপর চরম আস্থাহীনতায় ভূগছে তার পরিবার ও রাঙামাটি সংবাদ কর্মীরা। রাঙামাটি প্রেসক্লাবের সামনে আয়োজিত জামাল উদ্দিন হত্যার বিচার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। রাঙামাটি প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতি মিলটন বড়ুয়া,সাধারণ সম্পাদক নন্দন দেব নাথ এবং প্রয়াত সাংবাদিক জামাল উদ্দিনের ছোট বোন এবং প্রেসক্লাবে মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। সাংবাদিক জামালের বোন বলেন ১৪ বছরে ও ভাইয়ের বিচার হয়নি। বিচার হবে কি তা নিয়ে শঙ্কায় রয়েছেন তার পরিবার, তিনি আরো বলেন ২০০৭ সালে ৫ মার্চ অপহরণ করা হয় সাংবাদিক জামালকে।৬ মার্চ রাঙামাটি পর্যটন এলাকায় রক্তাক্ত লাশ মিলে জামালের। তিনি আরো বলেন ভাই পা চাটার সাংবাদিকতা করতো না তাই দূবৃত্তরা ভাইয়াকে টার্গেট করে এবং তাদের এ হীন প্রচেষ্টা সফল ও হয়।তাই তিনি গণমাধ্যমকর্মীর নিরাপত্তা সহ সকল নিহট সংবাদকর্মীর সুস্থ বিচার এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, ২০০৭ সালে ৫মার্চ নিখোঁজ হয় সাংবাদিক জামাল উদ্দিন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাস ও বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে কর্মরত ছিলেন।