1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

জয়পুরহাটে ঈদের দিনে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

উত্তম কুমার,জয়পুরহাট,প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
উত্তম কুমার,জয়পুরহাট,প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
জয়পুরহাট বাস টর্মিনালে দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও জেলা মটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।পূর্ব ঘোষণা অনুযায়ী পবিত্র ঈদের নামাজের পরই টার্মিনাল এলাকায় অবস্থান নেন তারা।জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে শুক্রবার(১৪ মে) সকাল ১১ টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের ন্যায় জয়পুরহাট বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন ঢাকা কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে, ৫ দফা দাবী জানিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন মালিক ও শ্রমিকরা।দাবীর বিষয়ে রফিকুল ইসলাম রফিক বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ঈদের সময় আন্তঃজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞা এমন দুর্বিষহ দিন কখনোই আসেনি। উল্টো যেসব গাড়ি সারা বছর বা বছরের বেশিরভাগ সময় চালানো যায়নি, বা মালিকরা চালাননি, সেসব গাড়িও ঈদের সময় চালানো হয়েছে। মানুষকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ করে দিতে বাড়িতে পৌঁছে দিয়েছে।তিনি আরও বলেন, এ বছর করোনার সংক্রমণ ঠেকাতে এটি করা হলেও কোনও লাভ হয়নি। কারণ, মানুষকে ঘরে আটকে রাখা যায়নি। মানুষ বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়িতে গেছে, কারো যাত্রা ঠেকানো যায়নি। যা সারা দেশবাসীর সঙ্গে সরকারের নীতিনির্ধারকরাও অসহায়ের মতো শুধুই দেখেছে।এসময়ে শ্রমিক ও মালিক সমিতির নেতারা সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেন। শ্রমিকদের জন্য ওএমএস’র চাল ও বাস টার্মিনালে শ্রমিকদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্যসহ ৫ দফা দাবি করেন।আশ্বাস ছাড়া কিছুই পাইনি উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, মালিক ও শ্রমিকদের জন্য এসব দাবি-দাওয়াসহ আন্তঃজেলা বাসগুলো চালানোর অনুমতি পেতে কেন্দ্রীয় কমিটির নেতারা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছে, দ্বারে দ্বারে ঘুরেছে।তাতেও কোন কাজ হয়নি। সরকারের কাছ থেকে পরিবহন মালিক-শ্রমিকদের জন্য শুধু ‘সরকার চেষ্টা করছে’-এই তিনটি শব্দের আশার বাণী ছাড়া আর কিছুই আমরা পাইনি।এসময়ে জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ইকবাল হোসেন,জেলা মালিক সমিতির সভাপতি,আনিছুর রহমানসহ সড়ক পরিবহন ফেডারেশন জেলার সকল বাস মালিক   ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা অবস্থান কর্মসূচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Facebook Comments
৫ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি