মিহির ফুলতলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা শিল্পাঞ্চলের গিলাতলা ওবাট থিংক ট্যাংক এর সৌজন্যে শিরোমনি বাজারে মাক্স ও সেনিটাইজার সামগ্রী বিতরণ করা হয় । সোমবার সকাল দশটায় চলমান করোনা ভাইরাস মহামারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা ওবাট থিংক ট্যাংক এর সৌজন্যে শিরোমনি বাজার এলাকায় দোকানদার, ক্রেতা ,পথচারী, যান চালক ,যাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ওবাট থিংক ট্যাংক এর প্রজেক্ট অফিসার হুমায়ুন কবিরের নির্দেশনায় গিলাতলা ওবাট থিংক ট্যাংক এর সভাপতি মো: শান্ত ইসলামের পরিচালনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ রানা হোসেন, রাজু আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক সামির আহমেদ ,আকবর আলী ,রাসেল আহমেদ ,লাভলী আক্তার, রাজিয়া সুলতানা ,হোসেন আলী ,আব্দুর রহমান, ইকবাল হোসেন, রোশনি খাতুন ,রিয়া খাতুন , বিন্দিয়া খাতুন প্রমুখ। এছাড়াও ঈদুল ফিতরের সময়ে সংগঠনের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।গিলাতলা ওবাট থিংক ট্যাংক এর সভাপতি মোঃ শান্ত হোসেন বলেন ,করোন কালীন সময়ে আমরা অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা করে আসছি এই কর্মকা- অব্যাহত থাকবে।