স্টাফ রিপোর্টার,দৈনিক শিরোমণিঃ ১৭ মে সোমবার, আজ নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোখছেদুল মোমিন। বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ শাহিন হোসেন, মেডিকেল অফিসার ডাঃ আরমান হোসেন রনি, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, বনিক সমিতির সভাপতি মোঃ ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান লিটন, সাংবাদিক এম আর আলম ঝন্টু, স্যানেটারী ইন্সপেক্টর অহিদুল হক ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনসুর আলী সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠানটি স্বরচিত কবিতা দিয়ে উপস্থাপন করেন মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবু তাহের সিদ্দিকী। পরে উপজেলা পরিষদ চত্বর, শুটকি মোড়, মরিয়ম চক্ষু হাসপাতালের মোড়, ১০০ শয্যা হাসপাতাল বাজার, রাবেয়ার মিল, বাইপাস সড়কে বসুনিয়ার চৌপতি, মিস্ত্রিপাড়ার মোড়, রেলগেট বাজার ও রেল স্টেশনের নিকট অফিসের গাড়িতে মেগাফোন দিয়ে প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণ করেন মেডিকেল অফিসার ডাঃ আরমান হোসেন রনি ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবু তাহের সিদ্দিকী ও গাড়ির ড্রাইভার মোঃ শাহিনুর রহমান।এছাড়াও অটো রিকশায় মাইক দিয়ে কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা চালানো হয়েছে।