মোঃইকবাল হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বুধবার বেলা ১০টার থেকে একঘণ্টা নাভারন-সাতক্ষীরা মোড়ের জিরোপয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান উপস্থিত গণমাধ্যম কর্মীরা।এছাড়া দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নাভারন, শার্শা, বাঁগআচড়াসহ বেনাপোলে কর্মরত সকল সাংবাদিক ভাইদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে বেনাপোল কাস্টমস হাউজের সামনে।উপস্থিত গণমাধ্যম কর্মীরা বলেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা রোজিনা নিঃস্বার্থ মুক্তি চাই।
৯ views