রেদোয়ান হাসান,সাভার,ঢাকা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
রাজধানী ঢাকার প্রবেশমুখ হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের দুই লেনেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ১২টা পর্যন্ত পাওয়া খবরে এলাকাটির যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, জেলা ভিত্তিক বাস চলাচল শুরুর পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের বারবাড়িয়া থেকে ছেড়ে আসা গাড়ি থামে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার বাসস্ট্যান্ডে। নিয়মিত প্রচুর গাড়ি আসলেও সেগুলো ঘোরানোর জায়গা ছোট হওয়ায় গেল ১৫-২০ দিন ধরেই কমবেশি যানজটের কবলে পড়ে আছে এই এলাকাটি।সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, আমিনবাজারে গাড়ি পার্ক করার জায়গা নেই সেভাবে। কিন্তু জেলাভিত্তিক চলা গাড়ির বাড়তি চাপ এই এলাকাকে নিতে হচ্ছে। এদিকে গাড়ি ঘোরানোর জায়গাও একটি হওয়ায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে নিয়মিত যানজটের কবলে পড়ে থাকছে এই জায়গাটি। তবে সেখানে যানজট নিরসনে জেলা ট্রাফিক পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
০ views