উজ্জ্বল কুমার দাস কচুয়া,বাগেরহাট প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
স্বাস্থ্য বিধি মেনে ৬ নং রাঢ়িপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে।২৩ মে অনুষ্ঠিত সংলাপে ২০২১-২০২২ অর্থ বছরকে কেন্দ্র করে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।রাঢ়িপাড়া পরিষদের আয়োজনে সংলাপ অনুষ্ঠানে সহায়তা করেন কচুয়া এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এসময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নানামুখি উন্নয়ন পরিকল্পনার কথা আলোচনায় তুলে ধরেন।এদিন পরিষদের চেয়ারম্যান তাছলিমা বেগম উল্লেখ করেন ২০২১-২০২২ অর্থ বছরে মোট বাজেটের এর মধ্যে উপজেলা পরিষদ,সরকার, হতদরিদ্র কর্মসূচি, ভিজিএফ,ভিজিডি মিলে মোট ১ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৫শত ৪৫ টাকা চলতি বছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে।পরবর্তী বছর ২০২২-২০২৩ এর জন্য বাজেট রাখা হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৫ শত ৪৫ টাকা।এর মধ্যে শুধু মাত্র শিশুদের জন্য খরচ করা হবে ৮ লক্ষ ৮৫ হাজার টাকা।আর এ খরচের মধ্যে শিশুদের জন্য মোট ৯ টি প্রকল্পের কথা উল্লেখ্য করা হয়েছে।এসকল প্রকল্পের আয়োতায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার ও প্রচারণা কর্মশালার আয়োজনে সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ৩৫ হাজার টাকা,শিশুদের নিরাপদ যাতায়াতের লক্ষে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ৪ লক্ষ টাকা,গরীব শিশুদের লেখাপড়া বিষয়ে সহায়তায় সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ৫০ হাজার টাকা,শিশুদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ বাবদ সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ৫০ হাজার টাকা,স্কুলে বিনোদন সামগ্রী বিতরণ বাবদ সম্ভব্য বরাদ্দ ৫০ হাজার টাকা,শিশুশ্রম বন্ধে অভিভাবকদের কর্মসংস্থান তৈরীতে সম্ভব্য বরাদ্দ রাখা হয়েছে ১ লক্ষ টাকা,শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ১ লক্ষ টাকা,শিশুদের মাদক থেকে দূরে রাখার জন্য নানা মুখি কার্যক্রম বাস্তবায়নে সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ৫০ হাজার টাকা, এছাড়াও শিশুদের বিনোদন বিকাশে শিশুদের অংশগ্রহনে বিভিন্ন দিবস ও প্রতিযোগিতার আয়োজন বাবদ সম্ভব্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার টাকা।এসময় উন্মুক্ত বাজেট সংলাপে উপস্থিত ছিলেন কচুয়া এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব ইসহাক সরদার,বিপ্লব মন্ডল সহ পরিষদের সদস্য ও স্থানীয় জনগন।