
হৃদয় শীল মধুখালী প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ফরিদপুরের মধুখালীতে প্রায় দেড় কেজী গাঁজাসহ র্যারের হাতে মাদক ব্যাবসায়ী আটক। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দহ গ্রাম এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। ২৩ মে রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দহ গ্রামের ছোন্দহ বটতলা বাইতুল আমান জামে মসজিদ এর পাশে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। র্যাবের ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে ছোন্দহ বটতলা বাইতুল আমান জামে মসজিদ এর পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন শেখ (৩১)কে প্রায় দেড় কেজী গাঁজাসহ আটক করে। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দহ গ্রামের মোঃ ময়েনউদ্দিনের ছেলে।তার হেফাজতে থাকা ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ সালাউদ্দিনের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
no views