মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা,প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ কুমিল্লায় বজ্রপাতে নিহত দুই জনের পরিবারকে সরকারি অর্থ অনুদান দিয়েছে হোমনা উপজেলা প্রশাসন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে বজ্রপাতে নিহত আলমগীর হোসেন(৩৫) ও টিটু চন্দ্র দাস(৩২)’র পরিবারকে নগদ বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকার এই অনুদান দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে এই অনুদান তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যন রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির।এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া ও ইউপি সদস্যসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মঙ্গলবার সাইক্লোন ‘ইয়াস’র প্রভাবে সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় বৃষ্টিতে হোমনা উপজেলার কাঠালিয়া নদীতে গভীর রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আলমগীর হোসেন(৩৫) ও টিটু চন্দ্র দাস (৩২) মারা যান। আহত হন আরও দুই জন।