মোজাম্মেল হক, গোয়ালন্দ( রাজবাড়ী) উপজেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ঘূর্ণিঝড় ইয়াসের কারনে দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।জানাগেছে,দুযোগপূর্ণ আবহাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের কারনে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ । তবে ঘাট সচল রাখতে ৭ টি ইউটিলিটি ছোট ফেরি চলাচল করছে এই নৌরুটে। অপর দিকে একদিন আগেই সম্পূর্ণ ভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ দিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ার কারনে ৫ টি ফেরি ঘাটের মধ্যে ৩টি ফেরি ঘাট সচল রয়েছে আর ২টি ঘাট বন্ধ রয়েছে। তবে ৫ নং ফেরি ঘাটের পল্টুনের একটি পকেট ভেঙ্গে পড়ে আছে সেখানে কোন ফেরি ভিরতে পাছে না । অন্য পকেটে ভিরতে গেলে সে খানে আরেক টি ফেরি থাকার অনেক সময় লেগে যাচ্ছে পল্টুনে ভিরতে। সময় বেশি লাগায় ভোগান্তিতে পড়তে হচেছ নদী পার হতে আসা পন্যবাহি ট্রাক ও গনপরিবহন সহ সকল চালক ও যাত্রীকে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন , দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি চলাচল করছিলো। ঝড় বাতাসের মধ্যে বড় ফেরি চলতে না পারায় বেলা ১১টা ১০ মিনিটের সময় বড় ৮টি ফেরি বন্ধ করে দেওয়া হয়। তবে ৫টি ফেরি ঘাটের মধ্যে দুটি ঘাট বন্ধ থাকায় ৩টি ঘাট সচল রাখতে ৭ টি ইউটিলিটি ছোট ফেরি চলাচল করছে।
৮ views