অনলাইন ডেস্কঃ
এনিয়ে দেশে ভারোতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট ২০ জন। এদের মধ্যে ৮ জনই সমপ্রতি ভারোতে যায়নি। স্থানিয়ভাবে এই ভ্যারিয়েন্ট সংক্রমন ছড়াতে শুরু করেছে বলেই মনে করছেন স্বাস্থ বিশেষজ্ঞরা।ডা.তাহমিনা শিরিন বলেন, সমপ্রতি ভারতে যয়নি এমন সাত জনের শরিরেও করোনার ভাতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সুতরাং এটি নিশ্চিত যে স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট সয়ক্রমন ছড়াতে শুরু করেছে।