রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সাভারের আশুলিয়ায় একটি চলন্ত মিনিবাসে যুবককে আটকে রেখে এক নারী পোশাক শ্রমিককে দল বেধে ধর্ষণের ঘটনায় ৫ জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি একজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৯ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পবিত্র কুমার মালাকার।এরআগে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাসিস্ট্রেট মোছাঃ সাহাজাদী তাহমিদা।আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পবিত্র কুমার মালাকার বলেন, শুক্রবার (২৮ মে) রাতে ধর্ষণের ঘটনায় ছয় জনকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। আদালত চালক সুমন (২৪) ছাড়া বাকি আরিয়ান (১৮), সাজু (২০), মনোয়ার (২৪), সোহাগ (২৫) ও সাইফুল ইসলাম (৪০) কে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে৷ আর সুমন জবানবন্দি প্রদান করায় কারাগারে পাঠানো হয়। প্রসঙ্গ, শুক্রবার গভীর রাতে আশুলিয়া বাজার গরুর হাট এলাকায় নিউ গ্রাম বাংলা পরিবহনের একটি মিনিবাসে ছয় জন মিলে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ করে৷ পরে পুলিশ তাদের গ্রেফতার করে। এঘটনায় ৬ জনের নামে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী নারী।
৫ views