মোঃ আরশাদুল ইসলাম কেশবপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়েজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ক্রয়কৃত ১টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর, সেক্স ফেরোমন, ট্রাপ এবং রঙ্গিন আঠালো ফাঁদ সহ ৩শত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে উপকরণ আজ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন। এসময় বিনামূল্যে কৃষক তসলিমকে ১টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর প্রদান করা হয়।
৬ views