মোঃ রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল ।
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার ১০টায় স্থানীয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল গফুর, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
সোমবার (৩১শে মে) বিকাল ৩টায় টুর্ণামেন্টের গোপালপুর পৌরসভা বনাম হেমনগর ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনির। খেলায় হেমনগর ইউনিয়ন দলকে ৫-০ গোলে পরাজিত করে গোপালপুর পৌরসভা ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রমুখ ।
টুর্ণামেন্টের ৮টি (৭টি ইউনিয়ন ও পৌরসভা) দল অংশগ্রহণ করে, ম্যাচ পরিচালনা করেন মো. হারুন অর রশিদ ।
ফাইনাল খেলায় দুই গোল দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পৌরসভা দলের মোমেন আল হাসান ।