সংসদ সদস্য পানিবন্দী মানুষের খোঁজ খবর নিলেন বাইকে চেপে
মোঃ আবু তাহের নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জে পানিবন্দী মানুষের খোঁজ খবর নিলেন বাইকে চেপে উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করেছেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের ভাগিনা জননেতা আহসান আদেলুর রহমান (আদেল)। এসময় তিনি টানা বর্ষনের ফলে পানিবন্দী থাকা পরিবারগুলোর সাথে কথা বলেন ও বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
সোমবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত তিনি বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ব্রীজ কার্লভার্ট, স্কুল কলেজ পরিদর্শন করেন।এসময় তাঁর সাথে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (আদেল) বলেন, কয়েকদিনের টানা বর্ষনের ফলে বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতার সুষ্টি হয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যে সকল জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সে সকল জায়গার জলাবদ্ধতার কারণ নির্নয় করে ব্রীজ কার্লভার্ট তৈরী করে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করা হবে ইনসাআল্লাহ। যাতে করে আগামীতে জলাবদ্ধতার সুষ্টি না হয়। পাশাপাশি টানা বর্ষনের ফলে উপজেলার যে সকল রাস্তাঘাট ভেঙ্গে গেছে খুব তাড়াতাড়ি সেগুলো সংস্কার করা হবে। এবং উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের গুরত্বপুণ রাস্তাগুলো পাকাকরনের ব্যাবস্থা করা হবে।
তিনি বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।পিছিয়ে পড়া এ উপজেলার উন্নয়ন সম্ভব। সেজন্য এ উপজেলার যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন ঘঁটানোর পাশাপাশি বেকার যুবকদের সমস্যা দুর করার জন্য একটি যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আইসিটি প্রশিক্ষন কেন্দ্র, মৎস্য জীবিদের প্রশিক্ষন,কৃষিক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষনসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছি।