নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিধিনি,দৈনিক শিরোমণিঃ
কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার(১জুন) বিকেল ৫ঘটিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল লীগ অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নুরে জান্নাত রুমি, উলিপুর থানার অফিসার ইমতিয়াজ কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম বিন নাসির। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার সার্বিক তত্ত্বাবধান করেন উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহরাব আলী মোল্লা, প্রেসক্লাব উলিপুর এর সদস্য সচিব আল এনায়েত করিম রনি। ফাইনাল খেলায় ধামশ্রেণী ইউনিয়ন ও বজরা ইউনিয়ন মুখোমুখি হয়।খেলা নির্ধারিত সময় পেরিয়ে গোলে সমতা থাকায় ট্রাইববেকারে খেলা শেষ হয়। বজরা ইউনিয়ন ২-১ গোলে ধামশ্রেণী ইউনিয়ন কে পরাজিত করে উপাজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
৪ views