আবদুল্লাহ আল মামুন,পটুয়াখালী জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমনিঃ
পটুয়াখালী-টু-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া নামক স্টানে মোটরসাইকেল ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ এক শিশু নিহত ও চালক সহ তিন জন আহত হয়েছে।বুধবার ( ২’রা-জুন-২০২১ ইং) তারিখ সকাল আনুমানিক ১১ টার সময় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পক্ষিয়া নামক ষ্টানে দুর্ঘটনাটি ঘটে।মৃত শিশু স্বর্না গলাচিপা উপজেলার উলানিয়ার বাসিন্দা কার্তিক চন্দ্রের মেয়ে।স্থানীয় ও হসপিটাল সুত্রে জানাগেছে, মহাসড়কের দক্ষিন দিক থেকে আশা মোটরসাইকেল ও উওর দিক থেকে মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেলে থাকা এক শিশু তার মা-বাবা ও চালক সহ চার জন আহত হয় স্থানীয়রা ঘাতক ট্রলিটাকে আটক করে ।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন এবং বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা হসপিটালে রেফার করেন।নিহত শিশুর পিতা জানান, ফুফাতো বোনের বিয়ে উপলক্ষে উলানিয়া থেকে বাকেরগন্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গলাচিপা খেয়াঘাট হরিদেপপুর হইতে মোটরসাইকেলযোগে পটুয়াখালী আসার সময় দুর্ঘটনা ঘটে।এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, খবর শুনে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে এবং ঘাতক ট্রলি আটক করা হয়েছে।পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
১৯ views