মোঃসোহেল রানা,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুন) বেলা ১১ টায় নীলফামারী সিভিল সার্জনের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির।তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে ৪ দিন করে আগামী ০৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে।সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলার ৬ উপজেলার ৬১ ইউনিয়ন ও ৪ পৌরসভা মিলে ২১ লক্ষ ৬০ হাজার ৪৪৭ জন মানুষ বসবাস করেন। কেন্দ্র রয়েছে ১ হাজার ৫৮৭ টি। এইসব কেন্দ্রে স্বেচ্ছা সেবক হিসেবে কাজ করে ৩ হাজার ১৭৪ জন ও ১ম সারীর সুপার ভাইজার রয়েছেন ১৯১ জন। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ৩০ হাজার ১ শত ৮৯ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা ২ লক্ষ ৭৩ হাজার ৭ শত ৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় সিনিয়র শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।