উত্তম কুমার,জয়পুরহাট প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় গোপনে বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর জেলা আমীরসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলা পাড়া থেকে জিহাদি বইসহ তাদের আটক করা হয়েছে।আটকরা হলেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৪৪), সমাজসেবা সম্পাদক এবং কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম (৪৭), কালাই পৌর জামায়াতে ইসলামীর আমীর মোজাফফর হোসেন (৪৭)।কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে কালাই উপজেলা পাড়ার জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমানের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বইসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তিনি আরও বলেন পুলিশের ধারণা তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১ view