শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর দৌলতপুর থানাধীন ফুলবাড়ীগেট মাইলপোষ্ট এ ইজিবাইক গ্যারেজে ডাকাতির ঘটনায় ভুক্তভোগি মমতাজ বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করার ১ সপÍাহের বেশি সময় পার হলেও মালামাল উদ্ধার বা আসামীকে আটক করতে পারেনি পুলিশ । মামলার এজাহার সুত্রে জানা যায় , গত ২৮ মে রাত পৌনে ১১ টায় মাইলপোষ্টএলাকার মমতাজের ইজিবাইক এর গ্যারেজে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত মমতাজের বসত ঘরে ঢুকে তার হাত পা ও মুখ বেঁধে শরীরের বিভিন্ন স্থানে যখম করে আলমারি খুলে নগদ ২৬ হাজার টাকা সহ প্রায় ৭০ হাজার টাকার স্বর্নলংকার নিয়ে যায় । মমতাজ বেগম গত ১ জুন ৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে দৌলতপুর থানায় মামলা করে। যার নং- ০৩, মামলার আসামীরা হলো খুলনার শেখ পাড়ার মুন্ন া (৪০), অভয়নগরের সিদ্দিপাশার মৃত আয়নাল শেখ এর পুত্র আসলাম শেখ, একই এলাকার মৃত মতিউর রহমানের পুত্র এম মশিউর রহমান টুটুল ও ফুলতলা বরণপাড়া কাইয়ুমের পুত্র রাজু(৩৬)। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান আসামীদের আটক ও মালামাল উদ্ধ্রা করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার বাদী মমতাজ বেগম বলেন মামলা দায়েরের পর থেকেই আসামীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকী ধামকী প্রদর্শন করছে মামলা তুলে নেয়ার জন্য। এব্যপারে তিনি প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।