চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্দেশনা অমান্য করে চুল ব্যাবসা পরিচালনা করার দায়ে আশরাফুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম নামের এক চুল ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ই জুন) দুপুরে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। তিনি জানান, ভারত থেকে আসা চুলের কারণে সীমান্তবর্তী গ্রামে করোনা ছড়িয়ে পড়ায় গত বুধবার (২রা জুন) থেকে সমগ্র উপজেলায় ১ মাসের জন্য ভারতীয় চুল, আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহণ উপজেলা প্রশাসন দামুড়হুদা কর্তৃক বন্ধ করা হয়। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার গ্রাম পুলিশ পাঠিয়ে কিছু জায়গায় চুল প্রক্রিয়াজাতকরণের কাজ বন্ধ করা হয়। নির্দেশনা অমান্য করে আজ রবিবার এক ব্যবসায়ী ১৩জন মহিলা ও ৩জন পুরুষ সদস্য (২জন মুজিবনগর থেকে আগত) নিয়ে চুল প্রক্রিয়াজাতকরণের কাজ করছিলো। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নির্দেশে সেখানে অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে মাহমুদুল ইসলাম নামের এক চুল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩ views