শেখ মাহাবুবব আলম খুুলনা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ রূপসা উপজেলায় গত ২ দিনে উপজেলা নির্বাহী অফিসার সহ ১৪ জন করোনা পজেটিভ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে গত ৬ জুন নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী গোলাম মাহমুদ, সার্টিফিকেট সহকারী রেজোয়ানুর রহমান, প্রসেস সার্ভার শ্যামা পদ সহ ৫ জন করোনা পজেটিভ হন। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী জানান, গত ৭ জুন সকালে ১৫ জন সাধারণ জনগন করোনা পরীক্ষার জন্য হাসপাতালে আসে। পরীক্ষাকালে তাদের মধ্যে ৭ জনের করোন পজেটিভ দেখা দেয়। এছাড়া গত ১০/১২ দিন পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আনিসুর রহমান করোনা পজেটিভ হন। তারা নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে আছেন। তাছাড়া কাজদিয়া গ্রামের বলরাম সেন নামে এক ব্যবসায়ী করোনা পজেটিভ হয়ে নিজ বাড়ীতে হোম কোয়ারেনটাইনে আছেন। এদিকে উপজেলা পর্যায়ের কর্মকর্তা করোনা পজেটিভ হওয়ায় সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা করোনা আতঙ্কে ভুগছেন।
৬ views